শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫

আরেক সৌরজগৎ

·   0


যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় ১ হাজার ১২০ কোটি বছরের পুরোনো একটি সৌরজগতের খোঁজ পেয়েছেন।
এটির বয়স আমাদের সৌরজগতের দ্বিগুণের বেশি। পৃথিবী থেকে ১১৭ আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাচীন ওই সৌরজগতের নাম দেওয়া হয়েছে কেপলার-ট্রিপল ফোর। সেখানকার সূর্য এবং গ্রহগুলো আমাদের পৃথিবীর চেয়ে অনেক বেশি পুরোনো। মজার ব্যাপার হলো, ওই সৌরজগতে আমাদের পৃথিবীর কাছাকাছি আকৃতির অন্তত পাঁচটি গ্রহ রয়েছে। এতে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের চেয়েও অনেক বেশি পুরোনো গ্রহমণ্ডলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছেন। সেখানকার কোনো গ্রহে হয়তো প্রাণের অস্তিত্বও রয়েছে, যা আমাদের গ্রহের চেয়েও পুরোনো। আর বুদ্ধিমত্তা ও প্রযুক্তির উৎকর্ষেও সেই প্রাণী মানুষের তুলনায় এগিয়ে থাকতে পারে। নাসার কেপলার টেলিস্কোপের সংগ্রহ করা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই সৌরজগৎ শনাক্ত করা হয়।