আজ আমি আপনাদের সামনে বাংলায় সি প্রোগ্রামিং শিখার ধারাবাহিক টিউটরিয়ালের ৫ম পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি পর্বটি মনযোগ সহকারে পাঠ করবেন। তো চলুন শুরু করা যাক।
- ডাটা টাইপের সীমা বের করার কৌশল:১ম ধাপঃআপনি যে ডাটা টাইপ এর সীমা বের করতে চান তার জন্য মেমরীতে বাইট জায়গা সৃষ্টি হয়?২য় ধাপঃএখন বাইট কে বিট এ প্রকাশ করুন।মনে করুন mবিট।৩য় ধাপঃএখন সীমা নির্নয় করুন।দুটি বিষয় খেয়াল রাখতে হবে।১ম বিষয়: ডাটা টাইপ এর আগে যদি “unsigned” modifier থাকে তবে সীমা হবেঃ0 থেকে 2m - 1২য় বিষয়: ডাটা টাইপ এর আগে যদি “unsigned” modifier না থাকে তবে সীমা হবেঃ2m - 1 - 1 থেকে 2m-1 - 1সমস্যা:Unsigned long int a;ডিক্লেয়ার করলে a এর address এ যে মান রাখা যাবে তার সীমা কত?সমাধানঃ১ম ধাপঃ long int টাইপ এর data’র জন্য মেমরীতে ৪(চার)বাইট জায়গা সৃষ্টি হয়।২য় ধাপঃ৪ বাইট =৪*৮বিট=৩২বিট।মনে করি m=32
৩য় ধাপঃ এখানে “unsigned” modifier থাকায় তবে সীমা হবেঃ
0 থেকে 2m - 1
= 0 থেকে 232 - 1
= 0 থেকে 4234367296 - 1
= 0 থেকে 4234367295
= 0 থেকে 4234367295
এখন আপনি কোন ডাটার জন্য মেমরীতে কত বাইট জায়গা সৃষ্টি হয় সেটা জানলে সেই ডাটা টাইপের সীমা বের করতে পারবেন।
- ছক আকারে বিভিন্ন ডাটা টাইপের সীমাঃডাটা টাইপমেমরীতে যত বাইট জায়গা তৈরি হয়মেমরীতে যত বিট জায়গা তৈরি হয়যে মান রাখা যাবেchar
1 8 -28-1to +28-1-1=128 to 127 unsigned char1 8 0 to 28-1 = 0 to ( 256-1)=0 to 255 signed char1 8 -28-1 to +28-1-1=128 to 127 int2 16 -216-1 to +216-1-1=-32768 to32767 unsigned int2 16 0 to 216-1=0 to 65535 signed int2 16 -216-1 to +216-1-1=-32768 to32767 short int2 16 -216-1 to +216-1-1=-32768 to32767 unsigned short int2 16 0 to 216-1=0 to 65535 signed short int2 16 -216-1 to +216-1-1=-32768 to32767 long int4 32 -232-1 to +232-1-1= -2147483648 to 2147483647 signed long int4 32 -232-1 to +232-1-1= -2147483648 to 2147483647 unsigned long int4 32 0 to 232-1 =0 to 4294967295 float4 32 3.4E-38 to 3.4E+38 double8 64 1.7E-308 to 1.7E308 long double10 80 3.4E-4932 to 1.1E+4932
বিঃদ্রঃ উপরেরে আলোচনায় আমরা অপারেটিং সিস্টেমটি কে ৩২ বিট চিন্তা করেছি। আপানার কম্পিউটারটি যদি ৬৪ বিট অপারেটিং সিস্টেমের হয় তাহলে মেমরী স্পেস ২ গুন বেরে যাবে। যেমনঃ long int এর জন্য ৪ বাইট এর পরিবর্তে ৮ বাইট মেমরী তৈরি হবে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। অন্য এক সময় আপনাদের সামনে আরেকটি টিউটরিয়াল নিয়ে হাজির হব।