অনেকেই জানেন না কিভাবে এনড্রয়েড ফোনে কাস্টম রম ইন্সটল দিতে হয়, তাই আজ আমি নিয়ে এলাম সম্পূর্ণ বাংলা একটা ভিডিউ টিউটোরিয়াল । ফোন অবশ্যই রুটেট হতে হবে যাদের ফোন রুট করা নেই কিন্তু করতে চান তারা কমেন্ট এ বলবেন।
যদি ডাউনলোড করে নিতে চান মোবাইলে তবে এখানে গিয়ে লিংক পেষ্ট করলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন।